মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে বাবুল গাজী নামের এক প্রবাসীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত বাবুল গাজী বাহারাইন প্রবাসী। বর্তমানর তিনি ইউরোপের গ্রীসে যাওয়ার জন্য ম্যান পাওয়ারের অপেক্ষায় ছিলেন। এর মধ্যে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে দুই পা ও হাতে গুরুতর জখম করে। এঘটনার পর থেকে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
আহত বাবুল গাজী ছোট মোল্লাকান্দি গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
আহত বাবুল জানান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, ছয় মাস যাবত দেশে এসেছি। আমি গ্রামে থাকতাম না। আজ সকালে গ্রামে আসছিলাম। আমার গ্রীসের ভিসা হয়েছে আবার চলে যাব। বিদেশে চলে যাবো বলে ঘর বিক্রি করেছিলাম। ঘরের ভিতর বৈদ্যুতিক তার খোলার জন্য মই উপরে থাকা অবস্থায় খাসকান্দি গ্রামের মামুন হাওলাদারের লোক মাসুদ ও বাধনসহ ৮/১০ লোক আমার ঘরে হামলা চালায়। মাসুদ ও বাধন আমাকে দেশীয় অস্ত্র দিকে কুপিয়েছে।
তবে প্রবাসীকে কুপিয়ে জখমের বিষয়টি নিয়ে অভিযুক্ত নজির হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/হিমেল