জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইগাতী বাজারে এ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিন সদস্য ও শেরপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ, ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, শাহজাহান আকন্দ, মো. আব্দুল মান্নান প্রমুখ।
উপজেলা বিএনপির ৭টি সাংগঠনিক ইউনিট ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। এই কর্মসূচিতে স্মরণকালের রেকর্ড ভঙ্গ মানুষ অংশ নেয় বলে ঝিনাইগাতিবাসির দাবী।
বিডি প্রতিদিন/এএ