এবার পুলিশের সিসি টিভি ক্যামেরার আওতায় আসলো মুন্সীগঞ্জ শহর। জেলার গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা। ২৪ ঘণ্টা এসব ক্যামেরার মাধ্যমে চলছে মনিটরিং। মঙ্গলবার দুপুরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব ক্যামেরার "কমান্ড, কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টারের" উদ্ধোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, আমরা এনালগ থেকে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। তেমনই জেলা পুলিশ, থানা পুলিশের কার্যক্রম, ক্রাইম কন্টোল এগুলো আমরা ডিজিটালি করার প্রক্রিয়ায় অনেকখানি এগিয়েছি। সেটির একটি অংশ আমরা মুন্সিগঞ্জে দেখতে পাচ্ছি। পুরো মুন্সিগঞ্জ শহরকে ডিজিটাল ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এতে ট্যাফিক নিয়ন্ত্রণ, অপরাধ প্রবনতা কমানো, অপরাধী সনাক্তসহ জরুরি ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
তিনি আরো বলেন, জেলা শহর ও পাশবর্তী পঞ্চসার ইউনিয়নে বসানো হয়েছে ১২০টি ক্যামেরা। শহরতলীর রাস্তাঘাট, অলিগলি, আদালত প্রাঙ্গন, যানবাহনের স্ট্যান্ডসহ গুরুত্তপূর্ণ স্থান এখন জেলা পুলিশের নজরদারির আওতায়। এতে পৌর এলাকার কয়েক লাখ মানুষের প্রতিদিন চলাচলে বাড়লো নিরাপত্তা বলয়। দিন রাত ২৪ ঘণ্টা সিসি ক্যামরায় এখন নজর রাখা হবে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আর বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল