নোয়াখালীতে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। আটক করা হয়েছে বিএনপির ৩৩ নেতাকর্মীকে।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ নোয়াখালী প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় সমাবেশ চলে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এ সময় প্রধান সড়কে জামে মসজিদ মোড়ে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আসার সময় বিপরীত দিক থেকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের মিছিলের মুখোমুখি হয়। এই সময় বিএনপি নেতাকর্মীদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়ে। পুলিশ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আওয়ামীলীগ সমর্থিতরাও বিএনপিকে ধাওয়া করে। পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের ৮ সদস্য আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মাইজদী বাজার থেকে বিএনপির ৩৩ নেতা কর্মী আটক করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সম্পর্কে যাচাই বাছাই চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল