মানিকগঞ্জে হ্যালোবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান) ধাক্কায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের নিহতের মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেনের বাড়ি নরসিংদীতে। তিনি মানিকগঞ্জ শহরে ভাড়ায় হ্যালোবাইক চালাতেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৩০ আগস্ট সকালে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় আসামি আক্তার হোসেন হ্যালোবাইক দিয়ে তৎকালীন সদর থানার ওসি আবু তাহের মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্ক্ষাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই রাস্তায় মারা যান তিনি।
পরে এ ঘটনায় এসআই আশিষ কুমার মৌত্র বাদী হয়ে আক্তার হোসেনকে আসামি করে সদর থানায় মামলা করেন এবং আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম তদন্ত শেষে ২০১১ সালের ২৫ আগস্ট আক্তার হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বিডি প্রতিদিন/এমআই