১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার ডিসি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ ক্যাম্পসে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মো. মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক রোশনা আক্তার সুমা, ও আবু তৈয়ব (প্রভাষক, বাংলা)। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের কর্তৃক প্রস্তুতকৃত দেয়ালিকা উদ্বোধন করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কে. এম. আহসান উল্লাহ (প্রভাষক, গণিত)। এরপর শিক্ষার্থী এবং শিক্ষকগণ তাদের মনের ভাব প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএম