বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় নারিকেল চুরির অভিযোগে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরকে বেঁধে রাখার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই মো. সোহাগ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এই মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে রাখার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারের আগে মোখলেছুর রহমান জানান, তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির সময় মারুফকে হাতেনাতে ধরা হয়েছে। তাকে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে মারুফের বাবা ফরিদ উদ্দিনকে খবর দেয়া হয়। ফরিদ উদ্দিন এলে চুরির বিষয়টি তাকে অবগত করে ছেলেকে তার হাতে বুঝিয়ে দেয়া হয়। কিশোরকে নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/এএম