গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা তাঁতী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক বকুল কৃষ্ণ পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, জেলা তাঁতী লীগের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকারসহ বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএম