কক্সবাজার বিমানবন্দরে নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ বিকেলে কক্সবাজার বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার বিমানবন্দরে কর্মরত এপিবিএন পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দরে ১১ জনের একটি দলের গতিবিধি সন্দেহজনক হলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় তারা সকলে রোহিঙ্গা। তারা বিমানে করে ঢাকা যাওয়ার জন্য এসেছে।
এ ব্যাপারে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: কামরান হোসেন জানিয়েছেন, উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন ঢাকা যাচ্ছিল। এই সংক্রান্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা বিস্তারিত অনুসন্ধান অব্যাহত আছে। পাশাপাশি কক্সবাজার সদর থানার মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম