১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার সময় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড মৃণাল কান্তি দাস।
এ্যাড. অজয় চক্রবর্তীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলার পিপি আব্দুল মতিন জিপি মো. লুৎফা রহমান, জেলার সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সর্বস্তরের আইনজীবীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ