পাবনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সুজন হোসেন (২৪) নামে এক হেযবুত তাওহীদের কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতের হামলায় গুরুতর আহত সুজন বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
নিহত সুজন ধর্মীয় সংগঠন হেযবুত তাওহীদের কর্মী ছিলেন। সে চরঘোষপুর গ্রামের মৃত আমসু মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার চরঘোষপুর এলাকায় স্থানীয় কিছু লোকের সাথে হেযবুত তাওহীদ কর্মীদের দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ১০টার দিকে আজিম ও আলাল শেখের নেতৃত্বে ৫০-৬০ জন সংঘবদ্ধ দল হাসুয়া, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তাওহীদের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা সুজন, আলামিন, বিজয়, হাবিলসহ অন্তত ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।গুরুতর আহত সুজন ও আলামিনকে রাজশাহী মেডিকেলে নেয়ার পর সকালে মারা যায় সুজন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পূর্ববিরোধের জেরে মারামারিতে সুজন নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন