রংপুরে ৮ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকোনুজ্জামান এ রায় ঘোষণা করেন। এছাড়াও আদালত এক লাখ টাকা জরিমানা করে ওই টাকা ভিকটিমকে দেয়ার আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি ভোজেন রায় (৬০) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ অক্টোবর বিকেলে পীরগাছা উপজেলার পঞ্চনন গ্রামের দ্বিতীয় শ্রেণির মেয়ে শিক্ষার্থীকে একই এলাকার মৃত সব্বে চন্দ্র বর্মনের ছেলে ভোজেন রায় ক্ষেত থেকে হাঁস বাড়িতে নিয়ে আসতে বলে। শিশুটি ক্ষেত থেকে হাঁস নিয়ে বাড়িতে গেলে ভোজেন রায় শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে।
পরে শিশুটি বাড়িতে গেলে তার মা পরিবর্তন লক্ষ্য করেন। পরে মায়ের কাছে বিষয়টি খুলে বললে শিশুটির বাবা পীরগাছা থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেন। পরবর্তীতে ২০২০ সালের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বুলবুল আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে বিচারক আসামি ভোজেন রায়কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সরকার পক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ৮ বছরের শিশুকে ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের চেষ্টা খুবই লজ্জাজনক।
তিনি বলেন, রায়ে আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়ায় বাদী পক্ষ খুশি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. জহুরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন