গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় বুধবার দুপুরে একটি বাসের ধাক্কায় জান্নাতি আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। নিহত হলো জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাবারিয়া বাড়ী এলাকার জহিরুল ইসলামের মেয়ে জান্নাতি আক্তার ( ৯)। নিহতের পরিবার উপজেলার মাকিষবাথান এলাকার আব্দুল কাদেরের বাসায় ভাড়া থাকতো।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই বাসটি মাকিষবাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পৌঁছায়, এ সময় ওই শিশু রাস্তা পারাপার করার সময় ওই বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। কালিয়াকৈর থানার (এসআই) আলাউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ