ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নের মনোহরপুর মৌজার বিআরএস চূড়ান্ত পর্চা বিতরণ কার্যক্রম বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস অডিটরিয়ামে মনোহরপুর মৌজার ২৫৪টি খতিয়ানের মালিকদের মাঝে ওই পর্চা বিতরণ করা হবে।
পর্চা বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোস্তফা কামাল সিব্বরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পর্চা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসার উপ-সচিব জন কেনেডি জাম্বিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার ইফফাত হাসেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন, ভালুকা প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ