বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বাউবির উপ-আঞ্চলিক পরিচালক আলমগীর হোসেন খান, বাউবির টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম