টাঙ্গাইলের সখীপুরে সময়মতো চারা লাগাতে না পারায় বীজতলায় নষ্ট হচ্ছে আমন ধানের চারা। চারার বয়স বেড়ে বৃষ্টির অভাবে চাষাবাদ করতে না পারায় অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের আবাদ অনেকটাই কম হচ্ছে বলে জানায় কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, এখনো প্রায় দুই হাজার হেক্টর জমিতে আমনের চারা লাগাতে পারেনি কৃষক।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আমন ধান চাষের অনেক জমিই আগাছায় ভরপুর। পানির অভাবে শুকিয়ে যাওয়া জমিগুলো এখন গরু ছাগল চরানোর মাঠ। বৃষ্টির অপেক্ষায় চেয়ে থেকে চারার বয়স বেড়ে নষ্ট হচ্ছে বীজ তলার আমন ধানের চারা।
পানিতে টইটম্বুর থাকা উপজেলার শালগ্রামপুর বিলের পাড় ঘেঁষা জমিগুলো এখন পানির অভাবে চাষাবাদ করতে পারছেন না অনেক কৃষক। গভীর নলকূপ, শ্যালো মেশিন ও পারিবারিক মোটর ব্যবহার করে কিছু জমি চাষাবাদ করা হলেও বাকি জমিগুলোতে কোনো হাল চাষই করা হয়নি বলে একাধিক কৃষক জানায়।
উপজেলার সিলিমপুর গ্রামের সুজন আহমেদ জানায়, ধানের চারার বয়স বেড়ে যাওয়ায় বীজতলায় নষ্ট হয়ে গেছে অনেক চারা। শ্যালো মেশিনের মাধ্যমে কিছু জমিতে সেচ দিয়ে চারা রোপণ করেছিলাম, পানির অভাবে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার গজারিয়া ইউনিয়নের গোহালিয়া খালের পাড় ঘেঁষা অনেক জমি এখনো অনাবাদি রয়ে গেছে। দূর থেকে দেখে মাঠের মতো মনে হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, যারা আগেই বীজ তলায় চারা প্রস্তুত করেছিল, তাদের চারা হয়তো নষ্ট হয়েছে। কিন্তু অনেকেই সেচ দিয়ে জমিতে চারা লাগিয়েছে। সখীপুরে আমন ধান রোপণের লক্ষ্যমাত্র হলো ১৫ হাজার ৯৮০ হেক্টর। তবে প্রায় ১৪ হাজার ৫০০ হেক্টর পরিমাণ জমিতে চারা লাগানো হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।
বিডি প্রতিদিন/এমআই