রাজশাহীর বাঘা উপজেলায় ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। তবে পুলিশের হাত ফসকে তার সঙ্গে থাকা অপর যুবক পালিয়ে গেছেন। আটক যুবকের নাম সজিব ইসলাম (২৫)। মঙ্গলবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সজিব ইসলাম উপজেলার মহদীপুর গ্রামের মৃত আসিব আলীর ছেলে।
পুলিশ জানায়, তাকে আটকের সময় জীবন হোসেন নামের একজন পালিয়ে গেছে। পলাতক জীবন হোসেন একই উপজেলার কলাবাড়ীয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
রাজশাহীর বাঘা থানার উপ-পরিদর্শক তৈয়ব আলীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়েছিল। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সজিব জানিয়েছেন, ইয়াবা বিক্রির উদ্দেশে রাজশাহী নিয়ে আসছিল।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, জিজ্ঞাসাবাদ শেষে সজিব ও পলাতক জীবনকে আসামি করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনা অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল