নরসিংদীর রায়পুরা থেকে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত অপহরণকারী জীবন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, গত রবিবার বিকেল সাড়ে চারটার দিকে স্কুল থেকে ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরদিন রায়পুরা থানায় ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে জীবন মিয়া (১৯) সহ অজ্ঞাতনামা চার তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। জীবন মিয়া রায়পুরার অলিপুরা ইউনিয়নের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সম্মেলনে আরো জানান, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন জীবন মিয়া। এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জীবন মিয়ার পরিবারের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রবিবার বিকেলে ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। ফেরার পথে বাড়িসংলগ্ন সড়কে একটি সাদা প্রাইভেট কার এসে থামে। পরে ওই প্রাইভেট কার থেকে নেমে জীবন ওই ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেন। পরে অভিযোগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে প্রথমে ময়মনসিংহের নান্দাইল, পরে নেত্রকোনায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। পরে হালুয়াঘাটে আসামি জীবনের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে খোঁজ পেয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ওই সময় জীবন মিয়াকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম