ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা নাহিদ আলম নিউমুনের দোকানে অভিযান চালিয়ে তিন বক্স (৩০০ পিস) ট্যাম্পন্ডল ট্যাবলেটসহ (ইয়াবার পরিপূরক) সাব্বির (২০) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে র্যাব-১৩।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে শহরের গোয়ালপাড়া বুড়ির মোড় এলাকায় মেসার্স নিউমুন মেডিসিন কর্নার থেকে মাদক দ্রব্য উদ্ধার ও ওই ক্রেতাকে আটক করা হয়। এ সময় দোকান মালিক নিউমুন পালিয়ে যায়।
আটককৃত সাব্বির গোয়ালপাড়া এলাকার সামসুজ্জোহা জাপানের ছেলে। মেসার্স নিউমুন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী জেলা ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক পলাতক নাহিদ আলম নিউমুন গোয়ালপাড়ার শফি আলম মিঞার ছেলে। আজ বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি জানান, আটক যুবকসহ জব্দকৃত মাদক ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, অভিযান পরিচালনা করার সময় মেসার্স নিউমুন মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী নাহিদ আলম নিউমুন পালিয়ে যায়। আর তার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করার সময় সাব্বির নামে এক যুবককে আটক করে র্যাব। এছাড়াও ওই দোকানের ভেতর থেকে ৩টি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পরিপূরক) উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, এর আগেও নাহিদ আলম নিউমুনের দোকানে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, রাতেই আটককৃত সাব্বিরকে থানায় হস্তান্তর করে র্যাব এবং এক জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি মামলা দায়ের করে। বুধবার সকালে সাব্বিরকে আদালতে হাজির করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর