ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেতে অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে বাসের ৪০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধামরাইয়ের শ্রীরামপুরে আরিচাগামী একটি ট্রাক ওভারটেক করলে মুখোমুখী সংঘর্ষ থেকে রক্ষা পেতে অপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। এতে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
আহত বাসযাত্রী রিপন হোসেন ও আব্দুস সবুর জানান, ৪৫ থেকে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। শ্রীরামপুরে একটি ট্রাক ওভারটেক করে আমাদের বাসের মুখোমুখি হয়। এসময় সংঘর্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি পাশের খাদে উল্টে পড়ে যায়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল