চাঁপাইনবাবগঞ্জে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গোলাম কবির নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম কবির হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির তার কক্ষে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় অন্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও স্থানীয় জনতা স্কুলে বিক্ষোভ শুরু করে এবং তাকে গ্রেফতারের দাবি তুলে শ্লোগান দেয়। পরে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। তবে রাতে ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে শিক্ষক গোলাম কবিরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম