জয়পুরহাটের আক্কেলপুরে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা এবং দু’টি গোডাউন সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার ভিকনি ও গোপিনাথপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান জানান, টিএসপি, ডিএপি ও এমপিও সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের কথা থাকলেও বেশি মূল্যে সার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের ক্যাশ মেমো না দেওয়ায় তিন ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা ও দুটি গোডাউন সীলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান বাজারে সার নিয়ে যে কারসাজি হচ্ছে, তা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অনেক প্রতিষ্ঠান মালিককে সর্তক করা হচ্ছে যারা মানবেন না তাদের জেল জরিমানা গুনতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর