পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ এলাকার রফিকুল ইসলামের বাড়ি থেকে জুয়া খেলার সমাগ্রীসহ তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় নগদ এক হাজার ৭৮৯ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাড়ির মালিক রফিকুল ইসলাম (৫৫), শাহাজাহান (৪০), জাহেদুল ইসলাম (৩০), মঈন উদ্দিন (২৬) এবং জাহেদুল (২৪)। এদের সকলের বাড়ি তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ এলাকায়। এ ঘটনায় তেঁতুলিয়া থানা পুলিশের এসআই আমানুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও তার বাড়িতে জুয়া খেলার আসর বসিয়েছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের একটি দল বাড়িটি ঘিরে ফেলেন। পরে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
তেঁতুলিয়া থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, মঙ্গলবার গভীর রাতে নগদ এক হাজার ৭৮৯ টাকা এবং জুয়া খেলার সামগ্রী জব্দসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠনোর প্রক্রিয়া চলছে।।
বিডি প্রতিদিন/এএম