কিশোরগঞ্জের কুলিয়ারচরে বড় বোনের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকায় ঘটনা ঘটে।
তারা হলেন বাজিতপুরের পৌর সদরের মথুরাপুর এলাকার মৃত আবু মিয়ার ছেলে খুর্শিদ মিয়া (৫৫) ও তার বড় বোন শোভা বেগম (৬০)। শোভা বেগম কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকার জালাল উদ্দিন ভূঁইয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড় বোন শোভা বেগমের বাড়িতে ঘর মেরামতের কাজ করতে যান ছোট ভাই খুর্শিদ মিয়া। এ সময় ভাইবোন মিলে ঘরে নতুন টিনের বেড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি তিনি শুনেছেন বলে জানান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। থানা থেকে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম