'বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন' স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিট পুলিশিং 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী বাজার এলাকায় এ 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।
এ সময় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে নির্মূল করতে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য করেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
এছাড়া গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন, ইছাদিঘী দাখিল মাদরাসার সাবেক সুপার মো. আলী আল আজাদ, স্থানীয় ইউপি সদস্য মো. কহিনূর ইসলাম, মো. সিরাজুল ইসলাম, আবদুল কাদের, মো. ইয়াকুব আলী প্রমুখ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, পুলিশের সেবা কার্যক্রম সর্বসাধারণের হাতের কাছে পৌঁছে দিতে এবং গ্রাম পর্যায়ের সমস্যা গুলো চিহ্নিত করতে আমাদের এই বিট পুলিশং ' ওপেন হাউজ ডে'। সখীপুর থেকে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর অপরাধসহ নানাবিধ সমস্যা সমাধান করতে সকলের সহযোগিতা চাই।
বিডি প্রতিদিন/এএম