সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে বিয়ের মাত্র ৬ মাসের মধ্যে সন্তানসম্ভবা স্ত্রীকে তালাক দিয়ে পালিয়ে বেড়ানো স্বামী গিয়াস উদ্দিনকে আদালতের পরোয়ানা সূত্রে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপ-পরিদর্শক মাহবুব আলম সরকার ও সহকারি উপ-পরিদর্শক সানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলার সোনাপুর গ্রামের গিয়াস উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় চরখোয়াজ গ্রামের নুরুল আমিনের মেয়ে তাসলিমা আক্তারের সাথে, বিয়ের মাত্র ৬ মাসের মাথায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে তালাক দিয়ে পালিয়ে যায় স্বামী। পরে অসহায় স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফেনীর আদালতে সিআর- ২৭/১৮ মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি মাসের শুরুর দিকে স্বামীকে ৫ লক্ষ টাকার মোহরানা ও খোরপোষসহ মোট ৬ লক্ষ টাকা প্রদানের রায় ঘোষণাপূর্বক ডিক্রী জারি করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
ভিকটিম তাসলিমা আক্তার বলেন, সন্তানসম্ভবা অবস্থায় আমাকে তালাক দিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে নিদারুন মানসিক যন্ত্রণা ও অবহেলার মধ্যে কেটেছে আমার জীবন, এরই মধ্যে আমি মা হয়েছি, কিন্তু কোন খোঁজ খবর নেয়নি স্বামী।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন দাইয়্যান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম