বগুড়ার শেরপুরে অবৈধ ধান-চাল মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত মজুমদার এগ্রো লিমিটেডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় বাজার পরিদর্শক বগুড়া ও শেরপুরের খাদ্য পরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বুধবার বেলা এগারোটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে অবস্থিত চিত্র রঞ্জন মজুমদারের মালিকাধীন মজুমদার এগ্রো লিমিটেডের কারখানায় অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত ধান মজুদ রেখে বাজার অস্থিতিশীল ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধু কোনো ব্যববসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবেও ঘোষণা দেন তিনি।
বিডি প্রতিদিন/এএম