বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের কারণে কুলসুম (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঐ গৃহবধূর স্বামী এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিজ বাড়িতে রেখে (২৫ আগস্ট) বৃহস্পতিবার কাজের সন্ধানে পার্শ্ববর্তী উপজেলা আমতলী যান তার স্বামী আ. রাজ্জাক। এই সুযোগে প্রতিপক্ষ নুরু খা, নজরুল, ও আল আমিন গং তা স্ত্রী সন্তানকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। তারা ট্রাক্টর মেশিন দিয়ে তার ঘরের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেয়। প্রতিবেশীরা তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসে।
গৃহবধূ কুলসুম বেগম বলেন, বৃহস্পতিবার নুরু খা, নজরুল, ও আলআমিন সহ ৮/১০জন লোক আমাকে ঘর থেকে নেমে যেতে বলে। আমি না নামায় আমাকে ও আমার সন্তানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এরপর তারা মেশিন দিয়ে আমার ঘর ভেঙে গুড়িয়ে দেয়। তাদের মারধরের কারণে আমি অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে নুরু খা বলেন, ঐ জমিতে আমার ঘর ছিল। বন্যায় ভেঙে গেছে। সেই ঘর আমাদের মহিলারা নিয়ে এসেছে। আমরা কোনো মারধর করিনি।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয় লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল