গত বুধবার ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের উপর পাথর নিক্ষেপের ঘটনায় বিএনপি’র দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বলুয়া গ্রামের সাইফুল ইসলাম ও শিবপুর গ্রামের শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর গৌরীপুর থানার এসআই শফিকুল ইসলাম ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলা করেন।
গৌরীপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার রামগোপালপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সড়ক ছেড়ে অন্য কোন জায়গায় আন্দোলন করার অনুরোধ করেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এক পর্যায়ে পুলিশের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে। এতে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, এসআই শফিকুল ইসলাম, মো. শরীফ ও পুলিশ সদস্য আক্তার আহত হন।
বিডি প্রতিদিন/হিমেল