মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আজ শুক্রবার বিকালে মেহজাবিন নির্ঝরা (২২) নামে মাগুরা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লন্ডা গ্রামের খবির উদ্দিন ও মানজেরা বেগমের মেয়ে।
মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান জানান, আজ শুক্রবার দুপুর ১২টায় গুরুতর অসুস্থ অবস্থায় সে হাসপাতালে ভর্তি হয়। পরে বিকাল পৌনে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল। বাবা-মায়ের কাছে নির্ঝরার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নির্ঝরা মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় ব্যক্তি মালিকানাধীন একটি ছাত্রী নিবাসে থেকে মাগুরা মেডিকেলে পড়তেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অসিত কুমার রায় জানান, মেডিকেল কলেজ ছাত্রী নিহত নির্ঝরার লাশ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে। মেয়ের মৃত্যু নিয়ে বাবা-মা কোনো অভিযোগ দেননি। তবে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর