মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আতিক স্বপন সভাপতি ও মিজানুর রহমান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।
সভাপতি পদে আতিক স্বপন ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ১৪ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাশেদ খান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিনারুল ইসলাম পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এএসএম কাজিমুল হক ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ মাহমুদ পেয়েছেন ১১ ভোট।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে এএসএম কাজিমুল হক ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে মো. কামাল হোসেন খান, মো. সেলিম রেজা, সোহান রেজা ও আব্দুল্লাহ আল মুনিব বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান জনি, সহ-সভাপতি পদে আল আমিন ও দপ্তর ও প্রচার সম্পাদক পদে সাঈদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. নূর জামান, নির্বাচন সহায়ক হিসেবে আয়েশা আক্তার নিপা ও কাকন, আহ্বায়ক নিশানসাবের ও যুগ্ম আহ্বায়ক জাহিদ ইকবাল শিমন নির্বাচন পরিচালনা করেন।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের ২৯ জন সদস্য ভোট প্রদান করেন। আর ১১ পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর