নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় সোনারগাঁও পৌরসভার মুন্সির বাজার এলাকায় এক আলোচনা সভা করা হয়েছে। এ উপলক্ষে ছগীর আহাম্মেদ নিজেই ওই আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল।
বিডি প্রতিদিন/আবু জাফর