শুক্রবার দিবাগত গভীর রাতে যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।
অধ্যাপক নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী। হামলার সময় তিনি ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বাড়িতেই ছিলেন।
রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনার কিছুক্ষণ পরেই অমিত ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কিছু ‘সন্ত্রাসী’ জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ও বিএনপির অন্য নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে।
তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান ও দলীয় নেতা-কর্মীদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন।
অমিত বলেন, বিরোধী দলের আন্দোলন সংগ্রামে ভীত হয়েই রাতের আধারে বিএনপি নেতাদের বাড়িতে এভাবে হামলা করা হচ্ছে।
এদিকে যশোর পুলিশের মুখপাত্র জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার জানান, হামলার বিষয়ে পুলিশ কোনও অভিযোগ পায়নি।
বিডি প্রতিদিন/কালাম