কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বড়বিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), একই ইউনিয়নের পাগলির এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫), রামু উপজেলার ফেতহকুল ইউনিয়নের মেরং এলাকার মনিন্দ্রধরের ছেলে বিটু ধর (৫১)। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। এসময় হাবিবুল্লাহ (৩০) নামের একজন গুরুতর আহত হয়। তিনি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহিউদ্দিন মাহী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে।
পুলিশ জানায়, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই