ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম এনামুল হক নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, ব্যালট আর ইভিএম নিয়ে বাহাস না করে ভোটের অধিকার নিশ্চিত করুন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি ভোটারের ভোটপ্রদানের অধিকার প্রতিষ্ঠিত করুন। এ দায়িত্ব নির্বাচন কমিশনের।
আজ শনিবার দুপুরে যশোর আইনজীবী সমিতি ভবনে ন্যাপের যশোর জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ না করে শুধু উন্নয়নের কথা বলে বৈষম্য দূর করা যাবে না। দেশের চালিকা শক্তি হচ্ছে রাজনীতি। তাই রাজনীতি কলুসমুক্ত না হলে, সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা না হলে কর্তৃত্ববোধ, জনতুষ্টিবাদ, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা ও সমাজের সার্বিক সংকট থেকে মুক্তিলাভ সম্ভব না।
এনামুল হক বলেন, সমাজের সৎ, আদর্শিক মানুষকে সকল প্রকার অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে হবে। তরুণ সমাজকেও আদর্শিক রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হবে।
ন্যাপের জেলা সভাপতি মাস্টার নূর জালালের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু পরিতোষ দেবনাথ। প্রতিনিধি সম্মেলনে মাস্টার নূর জালালকে সভাপতি ও নূর ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ