কিশোরগঞ্জের ভৈরবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং এবং ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিমকে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউন মোড় এলাকায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মী সমাবেশে অংশ নেন। সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে গিয়ে শেষ হয়।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, জেলা যুবদলের সভাপতি মো. শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন