বরিশাল সদর উপজেলার খয়রাবাদ সেতু এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এদিকে উজিরপুরে ৩১ বোতল ফেন্সিডিল এবং ৬ শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব-৮। গত শুক্রবার রাতে এবং শনিবার এই পৃথক অভিযান পরিচালত হয়।
বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে খয়রাবাদ সেতু এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ বাদল হাওলাদার (৩১), সাইফুল ইসলাম অপু (২৮) ও আল আমিন খলিফাকে (২৪) আটক করে পুলিশ। অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে শনিবার সকাল সোয়া ৮টার দিকে উজিরপুরের গুঠিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ফেন্সিডিল এবং ৬ শ’ গ্রাম গাঁজাসহ মো. আনিচ নামে একজনকে আটক করে র্যাব-৮। জিজ্ঞাসাবাদ শেষে আটক আনিচকে উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এএম