পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাল নোট দিয়ে একজনকে ফাঁসাতে গিয়ে কামাল সিকদার (৫২) নামের এক ব্যক্তি নিজেই আটক হয়েছেন গোয়েন্দা পুলিশের হাতে। শনিবার ভোররাতে কামালকে উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রাম থেকে আটক করা হয়। কামাল উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের নওয়াব আলী সিকদারের ছেলে।
পিরোজপুর দক্ষিণ ডিবি পুলিশের পরিদর্শক আসলাম হোসেন জানান, উপজেলার আতরখালী গ্রামের জালাল উদ্দিনের রান্না ঘরের মাচা থেকে ১,০০০ টাকা মূল্যমানের ৫০টি জাল নোট রেখে ডিবি পুলিশে খবর দেয় কামাল। এরপর ডিবি পুলিশ রাত সোয়া তিনটায় সেখান থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। তবে বিষয়টি সন্দেহ হওয়ায়, তারা কামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর কামাল স্বীকার করে যে সে জালালের রান্না ঘরে জাল টাকা রেখেছিল। তবে কি কারণে কামাল এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান আসলাম। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/হিমেল