কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রিতা আক্তারকে কু-প্রস্তাব ও মারপিট করে আহত করায় অভিযুক্ত কাশিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আবুল কালাম আজাদকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইসিপিরা।
আজ শনিবার জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্বরে বিকাল ৪টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলার সকল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে জেলার অর্ধশত সিএইচসিপি সদস্য, নির্যাতনের শিকার সিএইচসিপি সদস্য ও তার পরিবার এবং স্থানীয় সচেতনমহলসহ প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে সিএইচসিপির নেতৃবৃন্দ ও নির্যাতনের শিকার সিএইচসিপি সদস্যের স্বামী জানান, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের একটি সরকারি কমিউনিটি ক্লিনিকের এক নারী স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগে স্থানীয় আবুল কালাম নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২২ আগস্ট রাতে সদর থানায় মামলাটি করা হয়। কিন্তু রহস্যজনক কারণে এ পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, ভুক্তভোগী নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে প্রায়ই রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন আবুল কালাম। বিষয়টি তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে জানান। ক্লিনিক কর্তৃপক্ষ আবুল কালামকে এ বিষয়ে সতর্ক করে। এতে ক্ষুব্ধ হয়ে আবুল কালাম তার তিন-চারজন সহযোগীকে নিয়ে ওই নারী স্বাস্থ্যকর্মীকে নানা ভয়ভীতি দেখান।
গত ২০ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে আবুল কালাম ওই স্বাস্থ্যকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর তার হাতে থাকা রড দিয়ে তাকে আঘাত করেন। এতে ওই নারী ডান চোয়াল ও কানে ব্যথা পান। এ সময় সেখানে উপস্থিত লোকজন আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীকে রক্ষায় এগিয়ে এলে আবুল কালাম সেখান থেকে চলে যান। এ ঘটনায় মামলা করার পরেও আসামি গ্রেফতার না করায় হতাশা সিএইচসপিরা। সকলের দাবি অনতিবিলম্বে আবুল কালামকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা হোক।
গ্রেফতারের দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সিএইসিপি আসাদুজ্জামান, মিজানুর রহমান, প্রীতিলতা, সূবর্ণা, শাহানাজ, নাসিমা বেগম, সোহাগ, ইসরাফির আলম (ভুক্তভোগীর স্বামী) সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর