গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার নয়নপুর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির পিতার জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদুল কবির রতনের সঞ্চালনায় শনিবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ্ উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম খান, লিটন মিয়া, হারুন-অর রশীদ, হানিফ মাহমুদ প্রমুখ।
গাজীপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম