গাজীপুরের টঙ্গী গাজীপুরা সাতাইশ এলাকায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে খায়রুল কবির (৩২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে একটি পোশাক কারখানায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত খায়রুল কবির পাবনা জেলার সাথিঁয়া থানার পাইকারহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি সাতাইশ বড় মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ওই কারখানায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
কারখানার শ্রমিকরা জানান, ইলেকট্রিশিয়ান খায়রুল বিকেল চারটার দিকে কারখানায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এসময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ফ্লোরে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম ।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, কারখানা কর্তৃপক্ষ বৈদ্যুতিক শক খেয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। তবে আমরা হাসপাতালে চিকিৎসকের সাথে কথা বলছি। হাসপাতাল থেকে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম