টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৬দিনে পর ডোবা থেকে হৃদয় (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবীবার উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই গ্রামের মোস্তফার ছেলে। তিনি শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় ২২ আগস্ট সকাল শিমলা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আত্মীয়রা সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও কোন সন্ধান পাননি। পরে ২৪ আগস্ট গোপালপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। রবীবার সকালে বাঁশের পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশ ঝাড়ে গিয়ে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাকচিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ সনাক্ত করেন।
এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ