পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠ রক্ষার দাবিতে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রবিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে পকেট গেট দিয়ে তাদের আসা-যাওয়া করতে হচ্ছে। বিদ্যালয়ের পশ্চিমে মাঠে ও তার সংলগ্ন প্রধান শিক্ষকের বাস ভবন উচ্ছেদ করে সরকারি ভবন নির্মাণের জন্য পায়তারা চলছে। তাই মাঠ যাতে অন্য কোনো মহল দখল না করতে পারে, সে কারণেই তাদের এই কর্মসূচি।
পরে ছুটি হওয়ার পর স্কুলের পেছনের গেট দিয়ে বের হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে সিঙ্গারা পয়েন্টে এসে জড়ো হন। পরে সেখানে তাদের কর্মসূচি শেষ হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এমন ঘটনায় তিনি অনেকটা বিব্রত। তবে ভবিষ্যতের জন্য এই জায়গা স্কুলের জন্য দরকার হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই