রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহানগরীকে শান্তিপূর্ণভাবে রাখতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগতভাবে সহযোগিতা চাইলেন সদ্য যোগদাকৃত রংপুর মেটোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা।
বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রংপুর মহানগরীতে মাদক, চুরি-ছিনতাই নির্মূলে পুলিশ জিরো টলারেন্সে থেকে কাজ করবে। এ ক্ষেত্রে কোনো পুলিশ সদস্য যদি মাদকের সাথে নূন্যতম সম্পৃক্ততা থাকে তাকেও আইনের আওতায় আসতে হবে। এছাড়াও রংপুর মহানগরের মানুষের দ্রুত বিচার প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষ, মহানগরের নাগরিকবৃন্দের জীবন ও সম্পত্তি নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে বদ্ধপরিকর থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময়ের শুরুতে আরপিএমপির পুলিল কমিশনার নুরে আলম মিনা উপস্থিত রংপুরে সকল গণমাধ্যমকর্মীদের সাথে পরিচয় হন। পরে সাংবাদিক সংগঠনের নেতারা অতিতের কিছু অসংগতি তুলে ধরেন এবং পরিচ্ছন্ন মহানগরী গড়তে সার্বিক সহযোগিতার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) কাজী মত্তাকি ইবনু মিনানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সিটি প্রেসক্লাবের সদস্যসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম