শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকরে দশম শ্রেণীর ছাত্রীকে আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠি ও এলাকাবাসী। আজ সকালে রুদ্রকর ইউনিয়নের সোনামুখী বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের পরিবার, স্বজনসহ সুবচনী উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
জানা গেছে, রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলমিন তালুকদারের সাথে একই বিদ্যালয়ে পড়ার সুবাদে সুরভী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার সকালে মেয়েটিকে ছেলের মা ও বড় ভাই স্কুল সহপাঠিদের সামনে জুতোপেটা করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার দপ্তরিকে দিয়ে বাড়িতে পৌঁছে দেন। দুপুরে বাড়ি গিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। এ ঘটনায় গত শুক্রবার পালং মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের পরিবার।
বিডি প্রতিদিন/এএ