ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।
জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামে শিশু ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই শিশুটির পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা