বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আপন মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যারাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আপন মিয়া ওই গ্রামের আবু রায়হানের ছেলে এবং স্থানীয় উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ জানান, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেবিলে বসে পড়ালেখা করছিল স্কুলছাত্র আপন। একপর্যায়ে গরম অনুভূত হওয়ার কারণে ফ্যানের সুইচে চাপ দেয়। কিন্তু বিদ্যুতের শট সার্কিটের কারণে ফ্যান চালু হচ্ছিল না। পরবর্তীতে সে নিজেই সেটি মেরামত করার চেষ্টা করতে থাকে। এসময় অসাবধানতাবশত ফ্যানের সংযোগ তারে হাত লেগে যায়।
পরে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয় আপন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএ