মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ এক ঘন্টা কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ পৌর পরিষদের সদস্য, পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা ২টায় মানিকগঞ্জ পৌরভবনের সামনে আয়োজিত মানবন্ধনে অংশ নেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, কর নির্ধারক আলী আকবর রাজা, হিসাব রক্ষক আওলাদ হোসেন।
বিডি প্রতিদিন/এএ