লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় অটোভ্যানের চাপায় সিফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন (১০) ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আল-আমিন এর ছেলে । সে রমনীগঞ্জ সরকারী প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভ্যানযোগে বড়খাতা বাজার থেকে বাড়ি ফিরছিল সিফাত। বড়খাতা কলেজ গেট এ মোড় ঘুরতে গিয়ে ভ্যানটি উল্টে গেলে সিফাত চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোভ্যান চাপা পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম