ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিজানে একটি বেড় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটা হতে দুপুর ২টা পর্যন্ত এ অভিজান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের নমুরছাম এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অভিজান পরিচালিনা করে ছোট ফাঁসের একটি অবৈধ বেড় জাল জব্দ করা হয়। যার মূল্যমান দুই লক্ষাধিক টাকা। পরে তা ওই চরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, এ এস আই ইকবাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ